এস এম আমীর হামজা :নবীগঞ্জ থেকে : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ-বানিয়াচং আঞ্চলিক সড়কে একটি সিএনজি উল্টে এক নারী-শিশুসহ ৩জন যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে নবীগঞ্জ উপজেলার কানাইপুর নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
আহতরা হলেন, বানিয়াচং উপজেলার মিনাট গ্রামের মুবাশ্বির মিয়া(১০),দুলাল মিয়ার পুত্র সেলিম মিয়া(২২),নবীগঞ্জ উপজেলার কানাইপুর গ্রামের মৃত আলীম মিয়ার স্ত্রী তাহেদা বেগম(৩৫) ।
জানা যায়,উল্লেখিত সময় নবীগঞ্জ থেকে বানিয়াচংগামী একটি যাত্রীবাহী সিএনজি নবীগঞ্জ পৌর এলাকার কানাইপুর নামকস্থানে পৌঁছামাত্রই রাস্তা পারাপার হওয়া এক মহিলাকে বাঁচাতে গিয়ে সিএনজি সড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে সিএনজি থাকা তিন যাত্রী আহত হন।পরে তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ।