সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি॥ শায়েস্তাগঞ্জ পেইন্টার কল্যান সমিতির পক্ষ থেকে একুয়া পেইন্ট হার্ডওয়ারের লন্ডন প্রবাসী মোঃ আফজল আহমদ কে বিদায় সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।জানাযায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব অডিটরিয়ামে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শায়েস্তাগঞ্জ পেইন্টার কল্যাণ সমিতির সভাপতি মোঃ কুতুব শাহ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজু মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুয়া পেইন্ট হার্ডওয়ারের লন্ডন প্রবাসী মোঃ আফজল আহমদ।এ সময় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মোঃ মসদ্দর আলী, শেখ আনিসুর রহমান ,মোঃ জমির আলী, মন্নর খান, রাকিবুল হাসান , ইলিয়াছ মিয়া, জালাল মিয়া প্রমুখ। বক্তব্য শেষে শায়েস্তাগঞ্জ পেইন্টার সমিতির নেতৃবৃন্দের পক্ষ থেকে অনুষ্ঠানে প্রধান অতিথি লন্ডন প্রবাসী মোঃ আফজল আহম্দকে ফুলের তোড়া দিয়ে বিদায় সংবর্ধনা দেন।