নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ শহরের ওসমানী রোডস্থ আইডিয়াল উইমেন্স কলেজ ক্যাম্পাস উদ্বোধন ও নবীন বরন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১ লা জুলাই রবিবার সকালে কলেজ ক্যাম্পাস আনুষ্টানিক উদ্বোধন করেন, নবীগঞ্জ বাহুবল আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম এ মুনিম চৌধুরী বাবু।
আইডিয়াল উইমেন্স কলেজের অধ্যক্ষ নাজির আহমদের সভাপতিত্বে ও শিক্ষক হাফিজুর রহমান সুমনের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ বিন হাসান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ পরিচালক সোয়েব আহমদ, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, মাধ্যমিক শিক্ষা অফিসার সাদেক হোসেন, প্যানেল মেয়র এটিএম সালাম, শিক্ষক সমিতির সভাপতি শামিম আহমদ চৌধুরী, সমাজ সেবক সিতারা বেগম, ছনি চৌধুরী।
বক্তব্য রাখেন, রুবেল মিয়া, সলিল বরন দাশ,কাতার প্রবাসী মিন্টু চন্দ্র রায়, আব্দুর রহিম, শিক্ষার্থী শামিমা আক্তার, শিফা বেগম প্রমূখ। অনুষ্টানের শুরুতে কোনআন তেলাওয়াত করেন, জনি বেগম, গীতা পাঠ করেন, জয়িতা দাশ। অনুষ্টানে কাতার প্রবাসী মিন্টু চন্দ্র রায় কলেজে একটি ল্যাপটপ প্রদান করেন।