সৈয়দ শাহান শাহ পীর : শায়েস্তাগঞ্জ উপজেলার বৃহত্তর সুতাং অঞ্চলের বৃটিশ আমলের সেই সুতাং রেলওয়ে ব্রীজ। সেই বৃটিশ আমল থেকে আজ পর্যন্তও জীবনের ঝুঁকি নিয়ে জনগন রেল ব্রিজের উপর দিয়ে চলাচল করছে।
আর তার ফলে এ পর্যন্ত একাধিক লোক দ্রুতগ্যামী ট্রেনের নিচে পড়ে নিহত হয়েছেন এমনকি ট্রেনের ধাক্কায় ব্রিজ থেকে নদীতে পড়ে নিহতরা পানির নিচেতে পড়ে নিখোঁজ পর্যন্ত হয়েছেন।
কিন্তু যদি ব্রিজটির ডানে বা বামে মানুষ চলাফেরার একটি ব্রিজ থাকত তাহলে একাধিক প্রাণগুলো বেচে যেতে পারত। আর ভবিষ্যতেও আর কোন প্রাণ না যাওয়ারও নিশ্চয়তা থাকত।