স্টাফ রিপোর্টার ॥ চলমান মাদক বিরোধী অভিযান প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে আমরা সফল অভিযান চালিয়ে যাচ্ছি। আমাদের তরুন প্রজম্মকে মাদকের ছোবল থেকে মুক্ত করবো, তারা যেন লেখা পড়া শেখে সে জন্য আমরা মাদকের বিরুদ্ধে অভিযান চালাব।
যে যাই বলুক তাতে কিছু আসে যায় না। তিনি আরও বলেন, সরকারের ধারাবাহিকতা বজায় থাকায় উন্নয়ন এখন দৃশ্যমান হয়েছে। আমরা দিন বদলের প্রতিশ্রুতি দিয়ে যে সরকার গঠন করেছিলাম, টানা দুই মেয়াদে ক্ষমতায় থেকে আমাদের উন্নয়ন কর্মকান্ডের কারণে দেশে গণমানুষের দিন বদল শুরু হয়েছে।
জাতীয় সংসদের বাজেট অধিবেশনে গতকাল বুধবার ২০১৮-১৯ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন কার্যক্রম চলছিল। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ৬১ হাজার কোটি টাকার বাজেট এখন ৪ লাখ ৬৪ হাজার কোটিতে দাঁড়িয়েছে। আমরা আর স্বল্পোন্নত দেশে নেই।
উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি। বাংলাদেশ এখন ভারত, চীন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়ার মতো উন্নয়নশীল দেশের কাতারে চলে এসেছে। তাই দেশবাসীর প্রতি আমার আহ্বান আমাদের অগ্রযাত্রা যেন থেমে না যায়। এই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে। আমরা চাই অগ্রযাত্রার ধারাবাহিকতা বজায় থাকুক। তিনি আরো বলেন, আমারা সম্মানজনক স্থানে দেশকে নিয়ে যেতে চেয়েছিলাম। সেখানে আমরা আস্তে আস্তে পৌঁছাচ্ছি। এর পেছনে রয়েছে দেশের মেহনতি মানুষ। তাদের উদ্যোগ ও পরিশ্রমে আমরা এই খানে পৌঁছেতে পেরেছি।
এসময় তিনি আরো বলেন, ১০০ বছরের ডেলটা পরিকল্পণা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সে অনুযায়ী আমরা পরিকল্পণা নিয়ে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। শেখ হাসিনা বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাব। বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়ে গিয়েছিলেন, তার সুফল জনগণের দোর গোড়ায় পৌছে দেবার দায়িত্ব আমাদের। আমার নিজের জন্য কিছু চাই না। আমি কিন্তু কোন বিয়ে বাড়িতেও যাইনে। আমার একটাই লক্ষ্য কিভাবে জনগণের উন্নয়ন করতে পারি।
এসময় চলমান মাদক বিরোধী অভিযান প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরো বলেন , সন্ত্রাস জঙ্গিবাদ মাদকের বিরুদ্ধে আমরা সফল অভিযান চালিয়ে যাচ্ছি। আমাদের তরুন প্রজম্মকে মাদকের ছোবল থেকে মুক্ত করবো, তারা যেন লেখা পড়া শেখে সে জন্য আমরা মাদকের বিরুদ্ধে অভিযান চালাব। যে যাই বলুক তাতে কিছু আসে যায় না।