চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার লস্করপুর চা-বাগান থেকে এক চা-শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ।
বুধবার সন্ধ্যায় উপজেলার পাইকপাড়া ইউপির লস্করপুর বাগানের পুরান টিলা থেকে লাশটি উদ্ধার করা হয়। সে ওই বাগানের মৃত বীর সিংহ মুন্ডার পুত্র রবেন মুন্ডা (৩৩)।
ঘটনার খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই মো: নাজমুল সহ একদল পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। ঘটনাস্থল পরিদর্শন করেন, চুনারুঘাট-মাধবপুর সার্কেলের সিনিয়র এএসপি রাজু আহমেদ, চুনারুঘাট থানার ওসি (তদন্ত) আলী আশরাফ।
জানা যায়, নিহত রবেন মুন্ডা মানসিক ভারসাম্যহীন ছিল।
এদিকে পুলিশ জানায়, লাশ উদ্ধার করা হয়েছে এবং হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।