মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে গাজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী।
তিনি জানান, ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আটক করা হয়েছে। এ সময় তাদের নিকট থেকে ৬ কেজি গাজা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হল, উপজেলার জগদীশপুর গ্রামের মানিক মিয়ার স্ত্রী বৃষ্টি আক্তার (২২) ও একই গ্রামের শাহ আলমের স্ত্রী পারভীন (৩০)।
ওসি আরও জানান, আটককৃত দুই নারী দীর্ঘদিন যাবত উপজেলার সর্বত্র মাদক ব্যবসা চালিয়ে আসছিল। দুপুরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।