জুয়েল চৌধুরী, হবিগঞ্জঃ হবিগঞ্জ জেলার মাধবপুর-চুনারুঘাটে বালু উত্তোলনের মহোৎসব চলছে। বাগানের ছড়া থেকে বালু উত্তোলন করে সাবাড় করে দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে যে কোন সময় পাহাড় ধ্বসে পড়ে বসবাসকারী স্থানীয় বাসিন্দারা দূর্ঘটনার শিকার হতে পারেন।
এমনকি বালু উত্তোলন করায় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে দুই পাশ ভেঙ্গে খানা খন্দকে পরিণত হচ্ছে। একদল প্রভাবশালী অবৈধভাবে মাধবপুর-চুনারুঘাট উপজেলার নালুয়া, চাকলাপুঞ্জি, সুরমাসহ অন্যান্য বাগান থেকে বালু উত্তোলন করে দেশের বিভিন্নস্থানে পাচার করছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই সব এলাকা থেকে শত শত ট্রাক-লরি বোঝাই করে বালু বিভিন্ন জেলায় নিয়ে যাচ্ছে পাচারকারীরা।
সম্প্রতি এসব এলাকায় মোবাইল কোর্ট বালু পাচারকালী চক্রের সদস্যকে আটক করে হাতে নাতে ধরে জেল জরিমানা দিলেও আইনের ফাঁক দিয়ে বেরিয়ে এসে ফের এসব ব্যবসায় জড়িয়ে পড়ছে। এতে করে একদিকে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে ওই সড়ক হুমকির মুখে পড়েছে।
শুক্রবার সরজমিনে গিয়ে দেখা যায়, চুনারুঘাট উপজেলার চন্ডি বাগানের মাজার এলাকায় একদল ভূমি দস্যু বাগানের ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাক বোঝাই করছে। এব্যাপারে শ্রমিকদের নিকট জানতে চাইলে তারা জানায়, এলাকার বালূ মহালদারের কথায় বালূ উত্তোলন করে বিভিন্নস্থানে নিয়ে যাচ্ছি। কিন্তু তাদেরকে আমরা চিনিনা।