এস এইচ টিটু : শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই গ্রামে আগুন লেগে ১টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।এতে ঘরগুলোতে থাকা নগদটাকা এবং মূল্যবান পণ্যসহ কমপক্ষে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
শনিবার রাত ৯টায় দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা যায়, সুরাবই গ্রামের আলতই মিয়ার ছেলে মানিক মিয়ার ঘরে বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।মুহুর্তে মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে।ঘরে থাকা সকল আসবাবপত্র নগদ টাকা সহ পুড়ে ছাই হয়ে যায়।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় লোকজনের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌছার আগেই ঘর পুড়ে ছাই হয়ে যায়।
বাড়ির মালিক এ প্রতিনিধিকে জানান,আমাদের ঘরে থাকা সকল আসবাবপত্র নগদ টাকাসহ সব পুড়ে ছাই হয়ে গেছে।আমাদের ভাগ্য ভাল আমরা প্রাণে বেচেঁ গেছি।তারা আরো জানান নগদ টাকাসহ প্রায় ৫লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় চেয়ারম্যান মো:মুখিলিছ মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।