স্টাফ রিপোর্টার ॥ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সু-চিকিৎসার দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে হবিগঞ্জ জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠন।
বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে এই সমাবেশে অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মঞ্জুর উদ্দিন আহমেদ শাহিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি কোষাধ্যক্ষ হাজী এনামুল হক, সদর উপজেলা বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, পৌর বিএনপির আহ্বায়ক আবুল হাশিম, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রহমান, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আজিজুর রহমান কাজল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম নানু, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন বাচ্চু, মুজিবুর রহমান, জেলা যুবদলের সভাপতি মিয়া মোঃ ইলিয়াছ, সাধারণ সম্পাদক জালাল আহমেদ, তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, সৈয়দ মুশফিক আহমেদ, আব্দুল মালেক, জহিরুল হক শরীফ, জেলা যুবদলের সহ সভাপতি কুহিনুর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, জেলা ছাত্রদল সভাপতি এমদাদুল হক ইমরান, সিনিয়র সহ সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, হাফিজুল ইসলাম, আরিফে রাব্বানী টিটু, শাহ রাজীব আহমেদ রিংগন, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক এডভোকেট ফাতেমা ইয়াসমিন, জেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, জেলা তারেক পরিষদের সভাপতি সাইদুর রহমান কুটি, সদর উপজেলা যুবদলের সভাপতি শাহ মশিউর রহমান কামাল, মতিউর রহমান মতি, কামরুল ইসলাম রিপন, মুর্শেদ আলম সাজন, মিজানুর রহমান সুমন, শেখ মামুন, সিরাজুল ইসলাম, মোঃ আজম উদ্দিন, সুরাইয়া আক্তার খান রাখি, নুরজাহান বেগম। সভায় পাবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ শাহ ফারুক আহমেদ।
সভায় বক্তরা, শীঘ্রই বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবী জানান। অন্যতায় দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলার হুমকি দেয়া হয়।