স্টাফ রিপোর্টার ॥ ৪ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষজনকে নিজ উদ্যোগে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেছে হবিগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটি। বুধবার বিকালে হবিগঞ্জ প্রেসক্লাব সংলঘœ রেড ক্রিসেন্ট কার্যালয়ে এক অনুষ্ঠানে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরীর সভাপতিত্বে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ রেড ক্রিসেন্টের সেক্রেটারী আতাউর রহমান সেলিম, ভাইস চেয়ারম্যান শফিকুল বারী আউয়াল, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ শাবান মিয়া ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহ ফখরুজ্জামান।
রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের সাবেক যুব প্রধান পংকজ কান্তি দাশের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তৃতা করেন- রেড ক্রিসেন্টের কার্য নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মোল্লা আবু নাঈম মোঃ শিবলী খায়ের, আজীবন সদস্য বিপ্লব রায় চৌধুরী, বেলাল আহমেদ, সোহেল আফজাল, ধ্র“ব জ্যোতি দাশ টিটু, মোঃ রনি, শাহ বাহার, ইকবাল হোসেন খান, সুমন দাশ, কৌশিক আচার্য্য পায়েল, যুব প্রধান আশীষ কুমার কুরি, বিক্রম চন্দ, মরিয়ম তৃষ্ণা, আফসা নাসরিন উর্মি, সালমা, নাদিয়া লাবন্য, নওরিন জাহান পায়েল, রুবেল, শাহিনুর, শাহিন, জামিল, তাসপিয়া আহমেদ, মাহী আহমেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি সারা বিশ্বের ন্যায় হবিগঞ্জেও নিস্বার্থভাবে সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ সময় তিনি সরকারি অনুষ্ঠানসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করায় রেড ক্রিসেন্ট হবিগঞ্জ ইউনিটের প্রতি ধন্যবাদ জানান।