শায়েস্তাগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম সাজুকে(২৮) আটক করেছে জনতা। পরে আটক সাজুকে থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে নছরতপুর রেল গেইটে গাঁজা নিয়ে হবিগঞ্জ যাবার পথে দুই কেজি গাজাঁ সহ তাকে আটক করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শনিবার সকাল থেকে শায়েস্তাগঞ্জ থানার এসআই আতিকসহ একদল পুলিশ নছরতপুর রেল গেইটে ডিউটিরত ছিলেন। এসময় মাদক ব্যবসায়ীকে পুলিশকে দেখে দৌড় দিলে স্থানীয় লোকজন তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইয়াসিনুল হক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।