অপু দাশ: শায়েস্তাগঞ্জে নতুন ব্রীজ এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযানে অর্থদন্ড প্রধান ও এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গত ১১জুন সোমবার বিকাল ৩টায় শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ এলাকায় এ অভিযান পরিচালনা করেন হবিগঞ্জের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রিগেইন চাকমা ও রয়েল চাকমা । এ সময় নতুন ব্রীজের বেঙ্গল ফুড এর মালিক জালাল মিয়া (৩০) কে যৌন উত্তেজক সিরাপ ও বিয়ার বিক্রির অপরাধে গ্রেফতার করা হয়।
পরে তাকে হবিগঞ্জে নিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়েছে বলে মাদক দ্রব্য-নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস আই ছিদ্দিকুর রহমান জানান। অপর দিকে নতুন ব্রীজের আল-বারাকা হোটেলের মালিক কামরুল ইসলাস কে অসাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির দায়ে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অন্যদিকে ফুটপাতের ফল ব্যবসায়ীরা এ অভিযান দেখে ভয়ে দোকান ফেলে পালিয়ে যায়। এসময় ৭/৮টি দোকানে কেমিকেল দিয়ে পাকানো আম পাওয়া গেলে এসব আম রাস্তায় পেলে নষ্ট করা হয়। এসময় উপস্থিত ছিলেন মাদক দ্রব্য-নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস,আই,ছিদ্দিকুর রহমান সহ হবিগঞ্জ সদর থানার একদল পুলিশ ।