হবিগঞ্জ প্রতিনিধি : অটোরিকশা স্ট্যান্ড স্থাপনকে কেন্দ্র করে হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজি চালিত অটোরিকশা মালিক শ্রমিক ও স্থানীয় জনতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
রোববার (১০ জুন) দুপুরে উপজেলার গুণই গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, অটোরিকশা স্ট্যান্ড স্থাপন করা নিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে বিরোধ চলে আসছিল ওই এলাকার অটোরিকশা মালিক এবং শ্রমিকদের মধ্যে। এর জের ধরে শনিবার দুপুরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
তিনি আরো জানান, আহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।