নিজস্ব প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৯৬ তম জন্মদিন উপলক্ষে জহুর চান বিবি মহিলা কলেজে এক আনন্দঘন পরিবেশে কেক কেটে ছাত্রী শিক্ষক, অভিভাবক ও গভর্ণিং বডির সদস্যরা স্বতস্ফূর্ত ভাবে দিনটি উদযাপন করেন। বেলা ১০ টায় কলেজের অডিটরিয়ামে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা আক্তারের সভাপতিত্বে ও প্রভাষক মহিউদ্দিন এর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
শুরুতেই সম্মিলিতভাবে কেক কেটে ৯৬ তম জন্ম দিন পালন করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম দিনকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবার ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া কলেজে বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে বইপড়া কর্মসূচীতে অংশগ্রহণকারী পুরস্কার প্রাপ্ত ২৫ জন ছাত্রীর মাঝে বই ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
বঙ্গবন্ধুর বর্ণাঢ্যময় জীবন ও কর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ গ্রহণ করেন গভর্ণিং বডির বিদ্যুৎসাহী সদস্য আব্দুল্লাহ সরদার, অভিভাবক সদস্য আব্দুল আউয়াল, প্রভাষক জালাল উদ্দিন রুমী, তহুরা বেগম, মোঃ হারুন মিয়া, মাহবুবা খাতুন, লুৎফুর রহমান, মোঃ শাহিন মিয়া, মোঃ মুজিবুর রহমান, তাঈবা সুলতানা, মোঃ রফিক মিয়া, অসীম দত্ত ও নাজমুন নাহার।