নিজস্ব প্রতিবেদক : চুনারুঘাটে জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (৯ জুন) দুপুরে উপজেলার কাছিশাইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের আব্দুল হামিদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে একই গ্রামের সৈয়দ আলী ও ফলিন মিয়া গংদের। এর জের ধরে সৈয়দ আলী ও ফলিন মিয়ার লোকজন জমি দখল করতে গেলে আব্দুল হামিদ তাতে বাধা দেন। এ সময় তারা আব্দুল হামিদকে কুপিয়ে জখম করে। পরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান বলেন, জমি দখল নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।