নিজস্ব প্রতিনিধি : বানিয়াচঙ্গে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আলাউদ্দিন (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে এ উপজেলার পইলারকান্দি গ্রামের পার্শ্ববর্তী হাওরে এ ঘটনাটি ঘটে। সে ওই গ্রামের ধন মিয়ার পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে আলাউদ্দিনর মাছ ধরার জন্য বাড়ি থকে বাহির হয়। মাছ ধরার এক পর্যায়ে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে সে বজ্রাঘাত হয়। পরে তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডাঃ মোজাম্মেল হক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।