স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রীর কার্যালয় হতে মাধবপুর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্টির জীবনমান উন্নয়নে গৃহিত কর্মসূচীর আওতায় মহিলাদের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র হীরেন্দ্র লাল সাহা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মতিউর রহমান খাঁন প্রমূখ।
অনুষ্ঠানে জানানো হয়, আত্মকর্মসংস্থান তৈরীর লক্ষ্যে মাধবপুর চা বাগানের ২০ জন মহিলাকে প্রশিক্ষণ শেষে বিনামূল্যে সেলাই মেশিন দেয়া হবে। জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী ২০১৭- ১৮ অর্থবছরের বরাদ্দকৃত অর্থের দ্বারা ক্ষুদ্র নৃ-গোষ্টির জীবনমান উন্নয়নের লক্ষ্যে এ কর্মসূচী হাতে নিয়েছেন। একে কাজে লাগিয়ে অবহেলিত ও পিছিয়ে পড়া নারী সমাজকে এগিয়ে যেতে হবে।