মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র কার্যক্রমের উদ্বোধন করেছেন।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেছুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দিন, পৌর মেয়র হীরেন্দ্র লাল সাহা, অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মনিরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুল হক, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীদাম দাশগুপ্ত, চেয়ারম্যান আরিফুর রহমান, চেয়ারম্যান ফারুক পাঠান, প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান প্রমুখ।