মাধবপুর প্রতিনিধি॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মোহনপুর গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র মোঃ বিল্লাল হোসেন (৩৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
জানা যায়, গত কাল ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস,আই মমিনুল ইসলামের নেতৃত্বে এক দল পুলিশ মাধবপুর পশ্চিম বাজার মাদক সম্রাট আলী আকবর বসত ঘর থেকে মদ সেবন করা অবস্থায় তাকে গ্রেপ্তার করে। পরে ওই দিন দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে মোহাম্মদ রাশেদুল ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে বিল্লাল হোসেনকে ৬ মাসের কারাদন্ডের আদেশ প্রদান করেন। পরে পুলিশ তাকে হবিগঞ্জ কোর্টে সোপর্দ করে।