স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহিরকে দলমত নির্বিশেষে আবারো বিপুল ভোটে নির্বাচিত করার ঘোষণা দিয়েছেন লাখাই উপজেলার বুল্লা ইউনিয়নের জনগণ।
বৃহস্পতিবার ইউনিয়ন আওয়ামী লীগের ইফতার মাহফিলে দলীয় নেতাকর্মীসহ এলাকার প্রায় আড়াই হাজার লোকজন এই ঘোষণা দেন। এ সময় হাত তুলে এমপি আবু জাহিরকে সমর্থন জানান এবং দলমত নির্বিশেষে নৌকায় ভোট দেয়ার প্রতিশ্র“তি ব্যক্ত করেন তারা। ইফতার মাহফিলে প্রধান অতিথি’র বক্তৃতায় এমপি আবু জাহির বলেন, বিগত দুইবার আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। যে কারণে সারাদেশের সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। হবিগঞ্জ-লাখাইয়ে গত সাড়ে ৯ বছরে যে উন্নয়ন হয়েছে, স্বাধীনতা পরবর্তী সময়ে এই পরিমাণ উন্নয়ন হয়নি। এ সময় তিনি আগামীতেও নৌকায় ভোট দেয়ার আহবান জানালে উপস্থিত লোকজন হাত তুলে তার বক্তব্যের প্রতি সমর্থন জানান।
ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ও ইউপি মেম্বার শাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ ও বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু।
এছাড়াও বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজ মিয়া, শেখ ফজলে এলাহী ফরহাদ, জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আমিনুল ইসলাম আলম ও হাফিজুল ইসলাম, মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাই, ৬নং ওয়ার্ড মেম্বার মহিবুর রহমান, ইউনিয়ন কৃষক লীগ সভাপতি ও ইউপি সদস্য সবুজ মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আতাউর রহমান, ভরপূর্নি গ্রামের শেখ মুর্শেদ, অমূল্য রায় প্রমুখ।
ইফতার মাহফিলে বিভিন্ন স্থানের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন। শুরুতেই দেশবাসীর শান্তি কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় মোনাজাত করা হয়।