নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ পৌরসভার পাইপ লাইনের প্রাথমিক কাজ শেষে গত বুধবার সকালে জনস্বাস্থ্য প্রকৌশলীর নির্বাহী প্রকৌশলী এবং পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র এটিএম সালাম পাওয়ার ট্রিটমেন্টের নির্মাণ কাজের স্থান ও কাজ ঠিকাদারকে বুঝিয়ে দেয়া হয়েছে।
পৌর শহরের কেলী কানাইপুর এলাকায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার সচিব আজম হোসেন, সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, উপ সহকারী প্রকৌশলী সহিদুল হক প্রমূখ।