স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর শহরের ১নং ওয়ার্ডের পূর্ব মাধবপুরের বদন আলীর বাড়িতে অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবাসহ শরিফ মিয়া ওরফে কাকনকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। সে ওই গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে।
বুধবার রাতে থানার এস.আই সামস্-ই-তাব্রীজ ওই বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে, হবিগঞ্জ ডিএসবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল হবিগঞ্জ জেলার ৯টি থানা এলাকায় মাদক উদ্ধার বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ ৩ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে যার মধ্যে ২১৩ পিস ইয়াবা উদ্ধার রয়েছে।
হবিগঞ্জ জেলার পুলিশ সুপার বিধান ত্রিপুরা পিপিএম-বার এর দিক-নির্দেশনায় হবিগঞ্জ জেলাকে মাদকমুক্ত করার জন্য এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।