মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে শিশুসহ সাতজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শুক্রবার দুপুর আড়াইটার দিকে বিজিবি’র হরিণখোলা বিওপি’র সদস্যরা তাদের আটক করেন।
আটকরা হলেন- মাধবপুর উপজেলার আদাঔর গ্রামের হরিধন বিশ্বাসের ছেলে অধীর বিশ্বাস (৪২), আন্দিউড়া দূর্গাপুর গ্রামের ইন্দ্রমণি সরকারের ছেলে শ্যামানন্দ সরকার (২০), একই গ্রামের মৃত সহীমন সরকারের ছেলে সত্যেন্দ্র সরকার (৩০), তার স্ত্রী করুণা সরকার (২৫), ছেলে জিতু সরকার (৭), মেয়ে পূর্ণিমা সরকার (৫) ও অনিমা সরকার (৩)।
বিজিবির হরিণখোলা বিওপি’র নায়েক সুবেদার হাবিবুর রহমান জানান, আটকরা বুধবার সকালে আগরতলার বিজি হাসপাতালে চিকিৎসাধীন এক আত্মীয়কে দেখতে কুমিল্লার সোনামুড়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে। শুক্রবার দুপুর আড়াইটার দিকে তারা হরিণখোলা সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরে এলে তাদের আটক করা হয়।
তিনি আরো জানান- আটকদের স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের মাধ্যমে মুচলেখা নিয়ে মুক্তি দেওয়া হবে।