শাহজীবাজার প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার এলাকায় মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। তবে এতে বড় ধরনের কোন ক্ষতি হয়নি। বুধবার দুুপুরে এ ঘটনা ঘটে।
শাহজীবাজার রেল স্টেশন মাস্টার মোজাম্মেল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আখাউড়া থেকে সিলেটগামী মালবাহী একটি ট্রেন ঢাকা সিলেট রেল সেকশনের শাহজিবাজার এলাকার এসে লাইনচ্যুত হয়।
ঘটনার খবর পেয়ে রেলওয়ে লোকজন বিকল্প লাইন করে ট্রেন চলাচল স্বাভাবিক করে। এতে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি নিশ্চিত করেছেন। মনতলা রেল স্টেশন মাস্টার আবুল খায়ের জানান, শাহজীবাজার একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়। এতে ১,২ নম্বর রেল লাইন কিছুক্ষন বন্ধ থাকে। ৩ নম্বর লাইন দিয়ে অন্যান্য ট্রেন চলাচল করেছে। তবে ঘটনার খবর পেয়ে জয়ন্তিকা(৭১৮) ট্রেনটি মনতলা রেল স্টশনে কিছুক্ষন দাড়ানো ছিল।