চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট ব্যকস সভাপতি ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি দুর্বৃত্তদের হাতে নিহত শহীদ আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়া স্মরণে ইফতার মাহফিল, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার চুনারুঘাট পৌর শহরের বাল্লা রোডে ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্যকস এর ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম তালুকদার।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা।
ব্যকস নেতা সাজিদুল ইসলামের পরিচালনায় এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার আ স ম শামছুর রহমান, সিনিয়র এ এস পি রাজু আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, ভারপ্রাপ্ত মেয়র তাজুল ইসলাম কাজল, জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান, ওসি (তদন্ত) আশরাফ আলী, সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মিয়া মহালদার, উপজেলা যুবলীগ সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান চৌধুরী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, ব্যকস সাধারণ সম্পাদক আলহাজ্ব ছিদ্দিকুর রহমান মাসুদ, আলহাজ্ব আতাহার আলী, আব্দুল আউয়াল মাস্টার, আব্দুস সামাদ মাস্টার, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হুসাইন আলী রাজন, ইসলামী ফ্রন্ট উপজেলা সভাপতি মাওলানা মুসলিম খান, সহ-সভাপতি প্রভাষক মাওলানা আব্দুস সালাম, চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, আহলে সুন্নাত ওয়াল জামায়াত উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ূম তরফদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মানিক সরকার, সাংবাদিক এস. এম. সুলতান খান, মোঃ আলী আমজাদ, ব্যবসায়ী নেতা আজগর আলী, আলহাজ্ব দানিছ মিয়া, সাহিত্য-সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল, মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাসুক মিয়া মাস্টার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর মরতুজ আলী সর্দার, সারোয়ার আলম আজাদ, কাউন্সিলর লাল মিয়া, চুনারুঘাট ক্যাবল টিভি নেটওয়ার্কের পরিচালক নাসির উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সোহেল আরমান, সায়েম তালুকদার প্রমুখ।
সভায় বক্তারা অনতি বিলম্বে শহীদ আবুল হোসেন আকল মিয়ার হত্যাকারীদের বিচারের দাবী জানান। ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন আল মদিনা জামে মসজিদের খতিব মাওলানা শেখ মোশাহিদ আলী।