হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচংয়ে সরকারি খাস জমিতে ধান শুকানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তিন জনকে সিলেট মেডিক্যাল কলেজ হাসপাতাল, হবিগঞ্জ সদর ও বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করা হয়েছে।
সোমবার (২৮ মে) বেলা ১১টার উপজেলার মুরাদপুর ঘোষপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার সকালে সরকারি একটি খাস জমিতে ধান শুকানো নিয়ে ওই গ্রামে বজেন্দ্র গোপ ও হেমেন্দ্র গোপের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের মহিলাসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক সংঘর্ষের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।