চুনারুঘাট থেকে ফারুক মিয়াঃ চুনারুঘাট উপজেলার শানখলা ইউপির গোড়ামী গ্রামের রমিজ আলীর পুত্র আব্দুল মজিদ (৪৫) কে চেক জালিয়াতির মামলার পলাতক ওয়ারেন্টের আসামী ছিল।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে চুনারুঘাট থানার এসআই অলক বড়–য়ার নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে শানখলা বাজার থেকে আব্দুল মজিদকে গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, আব্দুল মজিদের বিরুদ্ধে চেক জালিয়াতিসহ বিভিন্ন মামলার পলাতক ওয়ারেন্টের আসামী ছিল। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী ছিল। চুনারুঘাট থানার মামলা নং-১৬/২০১৬। সে দীর্ঘদিন যাবৎ ধরে পুলিশের চোখে ফাঁকি দিয়ে আত্মগোপন করে আসছিল।