হবিগঞ্জ প্রতিনিধি ॥হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায় ধান মাড়াইয়ের মেশিনের আঘাতে ধানু দাস (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ মে) বেলা ১২টার দিকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ধানু দাস উপজেলার মশাকালি গ্রামের বাসিন্দা।
জানা যায়, বুধবার সকালে মশাকালি গ্রামে মাড়াই মেশিন দিয়ে ধান মাড়াই করছিলেন কৃষক ধানু দাস। ওই চলমান মেশিনের একটি ব্যাল্ট ছুটে এসে তার মাথায় লাগলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি ।