হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার হারাইটেকা গ্রামে পানিতে ডুবে রেদুয়ান মিয়া (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ মে) সকাল ১১টার দিকে উপজেলার হরাইটেকা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শিশু ওই গ্রামের সাজিদ মিয়ার ছেলে। জানা যায়, খেলাধুলার ফঁ^াকে সকলের অগোচরে পুকুরে পড়ে যায় রেদুয়ান।
অনেক খুঁজাখুজির পর পুকুরে খুঁজতে গিয়ে তার লাশ পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন ।