মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ মে) সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট রেলপথের মাধবপুর উপজেলার হরষপুর -মনতলা মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজিদুর রহমান জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধারের জন্য আমরা ঘটনাস্থলে যাচ্ছি। কোন ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।