ফারুক মিয়া, চুনারুঘাট থেকে ॥ চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়ারী গ্রামের মক্রম আলীর পুত্র আবু মিয়া (২৮) কে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ।
জানা যায়, গত রবিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার এস.আই সুমনুর রহমান ও এ.এস.আই কমল রায়ের নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়া শ্রীকুটা প্রাথমিক বিদ্যালয়ের সামন থেকে আবু মিয়াকে আটক করে থানা পুলিশ।
এসময় আবু মিয়ার দেহ তল্লাশী করে ৫৫ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক হাতেনাতে তাকে গ্রেফতার করে চুনারুঘাট থানায় নিয়ে আসে পুলিশ। এ ব্যাপারে চুনারুঘাট থানায় আবু মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। পরে সোমবার সকালের দিকে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কে.এম আজমিরুজ্জামান মাদক ব্যবসায়ী আবু মিয়াকে গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।