হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ জন মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
গতকাল রোবাবার দুপুর থেকে রাত পর্যন্ত সদর থানা ও কোর্টস্টেশন ফাড়ির পুলিশ ও চুনারুঘাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
আটককৃতরা হল, শহরের রাজনগর এলাকার বাবুল মিয়ার পুত্র নয়ন মিয়া (২৫) ও চিড়িয়াকান্দি বাগানবাড়ি এলাকার বিজয় বণিকের পুত্র দিপু বণিক (২৫)।
এসময় তাদের কাছ থেকে ১০পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও শহরতলীর বহুলা এলাকা থেকে মৃত খুরর্শেদ আলীর পুত্র আব্দুল হান্নান (২৫), হরিপুর এলাকার গণেশ দাসের পুত্র অনন্ত রবি দাস (২০), রাজনগর এলাকার আঃ রহমানের পুত্র সুমন মিয়া (২৪), লাখাই উপজেলার সন্তোষপুর গ্রামের নারায়ন দাসের পুত্র মিঠুন দাস (২০) ও বানিয়াচং উপজেলার আতুকুরা গ্রামের মতি লাল দাসের পুত্র বিনদাস (১৯)। তাদের কাছ থেকে নিষিদ্ধ ইয়াবা ও গাজা ও চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, উল্লেখিতরা দীর্ঘদিন যাবত শহরের রাজনগর এলাকাসহ বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছে। গতকাল উল্লেখিত সময়ে তাদেরকে আটক করা হয়।
অপরদিকে, চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কাঠালবাড়ি এলাকা থেকে দুই কেজি গাজাসহ ৩ মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। আটককৃতরা হল, উপজেলার দেউন্দি এলাকার আব্দুল জলিলের পুত্র রাজিব তালুকদার (২৪), কাঠালবাড়ি এলাকার নেয়ামত আলীর স্ত্রী রহিমা বেগম (৪০), ও একআি গ্রামের মোহাম্মদ আলীর পুত্র মারাজ মিয়া (২৮)।
হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা পিপিএম-বার এর দিক-নির্দেশনায় হবিগঞ্জ জেলাকে মাদকমুক্ত করার জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ২০ মে ডিএসবি শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।