বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: বাহুবলে কেয়া চৌধুরী এমপি’র আমন্ত্রণে শেখ রাসেল উপজেলা মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট সংসদীয় স্থানীয় কমিটির সাব-কমিটির তিন সংসদ সদস্য।
এ উপলক্ষে গতকাল রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদ মাঠে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির মিনি স্টেডিয়ান বাস্তবায়ন সাব-কমিটির আহ্বায়ক শরিয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাঈম রাজ্জাক, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয় ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, মিরপুর কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক অনুপ কুমার দেব মনা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন, ডেপুটি কমান্ডার মোঃ নূর মিয়া, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ফরিদ মিয়া তালুকদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক অলিউর রহমান অলি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মুছাব্বির শাহিন ও ফারুকুর রশিদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শেখ সোহেল, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মুশাহিদ আলী, প্রভাষক আইয়ূব আলী, আয়াজ আলী, আলাউদ্দিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবউন্নয়ন অফিসার মোঃ হোসেন শাহ ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক শামীনুর রহমান।