মাধবপুর প্রতিনিধি : মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের শাহপুর (গেইটঘর বাজারের) এলাকায় একটি দোকানে অভিযান চালিয়ে ৪৬ বোতল ভারতীয় মদসহ ৩ মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা।
গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় স্কোয়াড্রন লীডার এ এন এ মুসাব্বীরের নেতৃত্বে র্যাবের একটি বিশেষ দল গেইট ঘর দক্ষিণ শাহপুর বাজারে অভিযান চালিয়ে মোবারক হোটেলের ভিতর থেকে ৪৬ বোতল ভারতীয় মদসহ মাদক পাচারকারী দলের সদস্য মৃত আব্দুল মালেকের ছেলে আব্দুল মন্নান মিয়া (৩০), মৃত ধনু মিয়ার ছেলে দুলাল মিয়া (৩৮) ও মৃত রহিম আলীর ছেলে মোঃ হুমায়ুন মিয়াকে (৩১) গ্রেফতার করে। পরে উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃতদেরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।