মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ জুনায়েদ হোসেন (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সে বহরা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের টাক্কু মিয়ার ছেলে।
শনিবার সকাল ৬টায় থানার এস.আই সামস্-ই-তাব্রীজ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।