নিজস্ব প্রতিবেদক: মাধবপুর উপজেলার আন্দিউড়ায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় প্রায় সাড়ে তিন ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
শুক্রবার (১৮ মে) সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনাটি ঘটার পর থেকে সকাল পৌনে ১১টায় যান চলাচল স্বাভাবিক হয়। এসময় মহাসড়কে শতাধিক গাড়ির জট সৃষ্টি হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার বলেন, শুক্রবার সকালে সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাক ও ঢাকা থেকে সিলেটগামী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপ ভ্যানটি রাস্তার পাশের খাদে পড়ে যায় এবং ট্রাকটি রাস্তায় উল্টে যায়। এতে এসময় বন্ধ হয়ে যায় যান চলাচল। এদিকে, এ দুর্ঘটনায় উভয় গাড়িতে থাকা দু’জন কিছুটা আঘাতপ্রাপ্ত হন।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে ট্রাকটি সরিয়ে নিলে সকাল পৌনে ১১টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।