বাহুবল প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠান ফিউচার গ্রুপের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৬ মে) বিকাল সাড়ে ৩টায় উপজেলা সদরের চৌধুরী মার্কেটের তৃতীয় তলায় এ শাখার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়। ফ্রি সেমিনার নেন ফিউচার গ্রুপের ডিরেক্টর বেলাল হোসাইন।
ফিউচার গ্রুপ বাহুবল শাখার চেয়ারম্যান তাজুল ইসলামের সভাপতিত্বে ও গ্রপের উদ্যোক্তা পরিষদের সদস্য সিদ্দিকুর রহমান মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবউদল হাই।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাহুবল অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রব শাহিন, ফিউচার গ্রুপ নবীগঞ্জ শাখার চেয়ারম্যান মাসুদ কবীর, মৌলভীবাজার শাখার চেয়ারম্যান সাইফুল আলম চৌধুরী।
ফিউচার গ্রুপ একটি ইংরিশ ল্যাংগুইজ ইনষ্টিউশন। সেখানে শিখানো হবে আইইএলটিস, আইইঐটিস লাইফ স্কিল, স্পোকেন ইংলিশ, গ্রামার এন্ড রাইটিং, পনটিকস্, চিডেøন ইংলিশ, বেসিক কম্পউটার, গ্রাফিসক ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, র্হ্ডাওয়ার এন্ড নেটওয়ার্কিং।