কাজী মাহমুদুল হক সুজন :হবিগঞ্জ জেলার চুনারুঘাট ও বাহুবলে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।গত কয়েকদিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে করাংগী নদীর বাধ বেয়ে দুটি উপজেলার রানীগাওঁ, সাটিয়াজুরী, মিরাশী ও ভাদেশ্বর ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়েছে।উল্লেখযোগ্য গ্রামগ্ুলো হল কাজিরখিল, কৃষ্ণপুর,দৌলতপুর,দারাগাঁও, কুনাউড়া,চিলামি,শাহপুর,সিরাজনগর,চান্দেরটিলা, হিমারগাও, চিচিরকোট,অলিপুর,পাইকপাড়া,ফলে শ্যামল ধানের জমি,বিজতলা,পুকুর,ফসালাদি পানির নিচে তলিয়ে গেছে।বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের রুমেও পানি ঢুকেছে।
ফলে অন্যত্র তারা প্রথম সাময়িক পরীক্ষা নিচ্ছেন।বন্যার পানিতে তলিয়ে গেছে সাটিয়াজুরী ইউনিয়নের কাজিরখিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে,চান্দেরটিলা প্রাথমিক বিদ্যালয়,দারাগাও প্রাথমিক বিদ্যালয়।অনেক কৃষক জানালেন কিছু শ্যামল ধানের জমি কাটা হলেও বেশিভাগই বর্তমানে পানির নিচে তলিয়ে গেছে।অনেকের ধান শুকাতে না পারায় পচন ধরছে।
এ ব্যাপারে চুনারুঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার জানান,অতিরিক্ত বৃষ্টির, পাহাড়ি পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।ক্ষতিগ্রস্তদের তালিক করে সরকারি ভাবে কিছু দেয়া যায় কানা তিনি চেষ্টা করবেন।