নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের মাধবপুরে বজ্রপাতে ধান কাটা জহরলাল সরকার (১৮) নামে এক ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (৯ মে) দুপুরে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম হাওরে এ ঘটনা ঘটে। তিনি পিয়াইম গ্রামের রাজ কুমার সরকারের ছেলে।
স্থানীয় চেয়ারম্যান শহিদ উদ্দিন আহমেদ মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, জহরলাল সরকার অন্যান্য শ্রমিকদের নিয়ে পিয়াইম হাওরে ধান কাটতে গেলে দুপুর ২টার দিকে বজ্রপাতে গুরুতর আহত হন। মূমূর্ষ অবস্থায় মাধবপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোকতাদির তালুকদার তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকলেছুর রহমান।
উল্লেখ্য, এ বছর বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ধান কাটা শ্রমিকরা হাওরে ধান কাটতে খুব একটা আগ্রহী নন। বৈরী আবহাওয়া দেখলেই শ্রমিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।