হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রুবেল চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৭ মে) দুপুর সাড়ে ১২টায় শহরের কোর্ট মসজিদ রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক জানান, রুবেল চৌধুরী ৫টি মামলার আসামি। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। দুপুরেই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।