বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে দাখিল পরীক্ষার্থী ছাত্রীকে যৌন হয়রানীর দায়ে যুবককে কারাদন্ড প্রদান করেছে মোবাইল কোর্ট।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার দ্বিগাম্বর এলাকায়।
পুলিশ জানায়, বাহুবল উপজেলার দিগাম্বর ছিদ্দিকীয়া সুন্নীয়া দাখিল মাদরাসার দাখিল পরীক্ষার্থী জনৈক ছাত্রী সোমবার দুপুরে ব্যবহারী খাতায় শিক্ষকের স্বাক্ষর গ্রহণ করতে আসে।
এ সময় পার্শ্ববর্তী নবীগঞ্জ উপজেলার বড়চর গ্রামের আমির উল্লার পুত্র মুতালিব হোসেন (২৮) তাকে যৌন হয়রানী করে এবং একটি অটোরিকশায় তোলে নিতে চায়।
এ সময় ওই ছাত্রী চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে মুতালিব হোসেনকে আটক করে বাহুবল মডেল থানা পুলিশে সোপর্দ করে।
মঙ্গলবার আটক মুতালিব হোসেনকে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হক এর মোবাইল কোর্টে হাজির করা হয়।
এ সময় আটক মুতালিব হোসেন দোষ স্বীকার করে। বিচার তাকে দুই মাসের কারাদন্ড প্রদান করে।