সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নিকটবর্তী চর হামুয়া গ্রামের খোয়াই নদীর চর থেকে অজ্ঞাত এব যুবক(২৮) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
জানাযায়, বৃহস্পতিবার (৩ মে) শায়েস্তাগঞ্জ উপজেলা নিকটবর্তী ভোর সকালে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের চরহামুয়া গ্রামের কেয়াঘাট নামকস্থানে খোয়াই নদীর চরে যুবকের লাশটি পরে দেখে স্থানীয় লোকজন।
পরে এ খবর চড়িয়ে পরলে ৮/১০টি গ্রামের লোকজন এসে যুবকের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, রাতের আধারে যুবককে কেউ হত্যা করে খোয়াই নদীর চরে ফেলে দিয়েছে। গ্রামবাসী হবিগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি নিয়ে যায়।
সদর থানার ওসি ইয়াছিনূল হক জানান, যুবকের লাশ ময়নাতদন্তের জন্যে হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি। এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।