হবিগঞ্জ প্রতিনিধি : আগামীকাল বুধবার সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার নির্ধারিত তারিখ। তাই হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব জি কে গউছকে আগামীকাল বুধবার হবিগঞ্জ আদালতে হাজির করা হতে পারে বলে একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে। এ কারণে তাকে মৌলভীবাজার কারাগার থেকে কড়া নিরাপত্তার মাধ্যমে হবিগঞ্জ কারাগারে নিয়ে আসা হয়েছে। গতকাল সোমবার সকালে তাকে মৌলভীবাজার থেকে হবিগঞ্জ নিয়ে আসা হয়। এদিকে তাকে একনজর দেখার জন্য হবিগঞ্জ কারাগারে আত্মীয়-স্বজনসহ নেতাকর্মীদের ভিড় জমে। তাদের সামাল দিতে কারা কর্তৃপক্ষকে হিমশিম খেতে হয়।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর কিবরিয়া হত্যা মামলার আসামী আলহাজ্ব জি কে গউছ হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া রহমানের আদালতে আত্মসমর্পন করলে আদালত জামিন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। একই মামলার অন্য আসামী সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক অসুস্থ অবস্থায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।