বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে দিনের বেলায় দোকান ঘরের তালা ভেঙ্গে চুরি করতে গিয়ে ৪ দূর্ধর্ষ চোর জনতার হাতে আটক হয়েছে। গত শুক্রবার সকাল ৭টায় উপজেলার মিরপুর চৌমুহনী সংলগ্ন মাহিম ষ্টোরে এ ঘটনাটি ঘটে। এসময় চোরেরা দোকানের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে মালামাল নিয়ে পালানোর সময় স্থানীয় লোকজন তাদেরকে হাতেনাতে আটক করে পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে বাহুবল মডেল থানার এসআই আব্দুর রহিম ও অমিত সাহার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃতরা হল- কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার শাহপুর গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র আসিফ (৫০), একই জেলার মুরাদনগর উপজেলার কামেল্লা গ্রামের মৃত মজিবুর রহমানের পুত্র বাদশা মিয়া (২৫), একই উপজেলার থল্লা গ্রামের আবুল হোসেনের পুত্র দুলাল মিয়া (৩০) ও চাঁদপুর জেলার কচুয়া উপজেলার নুরপুর গ্রামের মৃত এমরান মিয়ার পুত্র মনির হোসেন ওরফে মতিন (২৬)।
এব্যাপারে বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম দস্তগীর বলেন, আটককৃত দূর্ধর্ষ চোরেরা হবিগঞ্জের বিভিন্ন স্থানে চুরির সাথে জড়িত। তারা চট্টগ্রাম জেলার বাকুলিয়া থানা এলাকায় স্থায়ী ভাবে বসবাস করে এবং শায়েস্তাগঞ্জের একটি হোটেলে থেকে সংঘবদ্ধ হয়ে জনৈক সোর্সের সহযোগিতায় হবিগঞ্জের বিভিন্ন স্থানে চুরি করে থাকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বাহুবল মডেল থানা গেইট সংলগ্ন বর্ণসাজ কম্পিউটার ও মিরপুর চৌমুহনীস্থ বসুন্ধরা ইলেক্ট্রনিক্সে ঘটে যাওয়া চুরির সাথে জড়িত রয়েছে বলে স্বীকার করেছে। আটককৃত চোরদের কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।