নিজস্ব প্রতিনিধি ॥ বাহুবল উপজেলা কাতার প্রবাসী একতা পরিষদের নব গঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
গত বৃস্পতিবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৮টায় কাতারের দোহাস্থ নিউ জামান রেস্টুরেন্টে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ দিদার আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন দোহার সভাপতি মোঃ নজরুল ইসলাম (সি;ই;সি)।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন দোহার সহ-সভাপতি কপিল উদ্দিন, মোঃ মকসুদ আহমেদ লেবু, আব্দুল মালেক। বক্তব্য রাখেন বাহুবল উপজেলা কাতার প্রবাসী একতা পরিষদের সহ-সভাপতি আব্দুর রহমান মকছুদ, ছমদ মিয়া, ছিদ্দেক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ মিয়া, কাউছার মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর মিয়া, যুগ্ম সাংগঠনিক সম্পাদক রাসেল মিয়া, মোঃ ওয়াহিদ মিয়া, প্রচার সম্পাদক বশির মিয়া, সহ প্রচার সম্পাদক জয়নাল আবেদিন, আব্দুল আজিদ, অর্থ সম্পাদক মোঃ অলিউর রহমান অলি, সহ অর্থ সম্পাদক মোঃ তুরাব আলী, দপ্তর সম্পাদক মোঃ সাইফুর রহমান, সহ দপ্তর সম্পাদক মোঃ সোহেল মিয়া, ক্রীড়া সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সহ ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম রফি, সাইফুর রহমান, ইফতেখার আহমেদ লিটন, সমাজ কল্যাণ সম্পাদক তুহিন মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সাইদুর রহমান, সদস্য অমরিত মিয়া, আব্দুল বাছিত, কাউছার মিয়া, মশিউর রহমান, সাইফুল মিয়া, আব্দুল আহাদ, হাফিজুর রহমান, মুহিবুর রহমান, ফারুক মিয়া, সাদিকুর রহমান, মাসুদ মিয়া, উস্তার মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে নব গঠিত কমিটির নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গিকারাবদ্ধ হন। উল্লেখ্য, গত ১৩ এপ্রিল শুক্রবার কাতারের দোহায় ১১৫ সদস্য বিশিষ্ট বাহুবল উপজেলা কাতার প্রবাসী একতা পরিষদের কমিটি গঠন করা হয়।