চুনারুঘাট প্রতিনিধি : বিড়ি শিল্প বন্ধের প্রতিবাদে চুনারুঘাটে গণস্বাক্ষর কর্মসুচী অনুষ্ঠিত হয়েছে।গতকাল রবিবার সকালে উপজেলা সদরের চুনারুঘাট মধ্য বাজারে এ কর্মসুচী অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন বিড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি সফিকুল ইসলাম, বিড়ি বিক্রেতা শ্রমিক নেতা মনিরুল ইসলাম,ভোক্তা সভাপতি দিজেন্দ্র দেবনাথ সহ গণস্বাক্ষরকারীরা।
তারা বলেন, বিড়ি শিল্পকে রক্ষা করা ও সকল বৈষম্য দূর করার জন্য এ গণস্বাক্ষর কর্মসুচী।২ বছরের মধ্য বিড়ি শিল্প বন্ধ অপরদিকে সিগারেট শিল্প ২৪ বছর পর বন্ধ কোন ভাবেই মেনে নেয়া যায় না।তারা সরকারের এ উদ্যোগ পরিবর্তন করার অনুরোধ জানান।পার্শবর্তী ভারতে বিড়ির হাজার প্রতি ১৪ টাকা ট্যাক্স আর আমাদের দেশে হাজার প্রতি ২৫৬ টাকা। তারা বিড়ি ও সিগারেটের মধ্য বৈষম্য দূর করার দাবী জানান।