মনিরুল ইসলাম শামিম, বাহুবল থেকে ॥ বাহুবলের আলিয়াছড়া খাসিয়াপুঞ্জিতে এলিভেন স্টার ক্লাব আয়োজিত সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সংগ্রামপুঞ্জি ফুটবল দল।
শনিবার (২১ এপ্রিল) বিকাল ৪টায় সিলেটের জাফলং উপজেলার সংগ্রামপুঞ্জি ফুটবল দল ও কুলাউড়া উপজেলার কেলেঞ্জিপুঞ্জি ফুটবল দলের মধ্যকার ফাইনাল ম্যাচটিতে সংগ্রামপুঞ্জি ফুটবল দল ১-০ গোলে জয়লাভ করে। খেলার দ্বিতীয়ার্থে সংগ্রামপুঞ্জি দলের পক্ষে জয়সূচক গোলটি করেন মাহবুব। ফাইনাল ম্যাচের আগে একই দিন দুপুর ১২টায় কুলাউড়া উপজেলার বেগুনছড়াপুঞ্জি ও কেলেঞ্জিপুঞ্জি ফুটবলের দলের মধ্যেকার প্রথম সেমিফাইনাল ম্যাচটিতে কেলেঞ্জিপুঞ্জি ট্রাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে এবং বিকাল আড়াইটায় অপর সেমিফাইনালে কুলাউড়া উপজেলার কুকিজুরিপুঞ্জি ও সংগ্রামপুঞ্জির মধ্যেকার ম্যাচটিতে সংগ্রামপুঞ্জি ১-০ গোলের ব্যবধানে জয়লাভ করে ফাইনালে উঠে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী। আলিয়াছড়া খাসিয়াপুঞ্জির মন্ত্রী (প্রধান ব্যক্তি) উটিয়াং টং পেয়ার-এর সভাপতিত্বে ও এলিভেন স্টার ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক স্টারলিং-এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা যুবলীগের আহ্বায়ক অলিউর রহমান অলি, বাহুবল মডেল প্রেস ক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, অর্থ ও দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম শামিম, বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় নারী বিষয়ক সম্পাদক ও কুলাউড়া উপজেলার মুরাইছড়াপুঞ্জির মন্ত্রী মিস বাবলী তালাং, সংগ্রামপুঞ্জির জমিদার নিরলা তাংসং, আদিবাসী ফোরাম সিলেট বিভাগের সহ-সভাপতি ডি-জিউন প্রধান, কামাইছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মহররম আলী, আলিয়াছড়া পুঞ্জির সহকারী মন্ত্রী মার্কিন টং পেয়ার, এডভোকেট সুবিমল। বক্তব্য রাখেন এলিভেন স্টার ক্লাবের সভাপতি লং লাকা চিয়াং, সাধারণ সম্পাদক রুনাল টং পেয়ার, ইউপি মেম্বার শ্রীকুমার কৈরী, আলিয়াছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ দেব, উপজেলা যুবলীগে নেতা ফজলুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক মোঃ আলাউদ্দিন, সুহেল আহমেদ, আবিদ মিয়া, আব্দুল মজিদ প্রমুখ।
উল্লেখ্য, বাহুবলের ভাদেশ্বর ইউনিয়নের আলিয়াছড়া পুঞ্জির এলিভেন স্টার ক্লাবের উদ্যোগে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ৩২টি পুঞ্জির ফুটবল দলের অংশগ্রহণে গত দেড় মাস ধরে চলমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের মাধ্যমে সমাপ্তি ঘটল শনিবার। খেলা শেষে অতিথিরা সংগ্রামপুঞ্জি ফুটবল দলের হাতে চ্যাম্পিয়ন ট্রপি ও ৫০ হাজার টাকার প্রাইজবন্ড এবং কেলেঞ্জিপুঞ্জি ফুটবল দলের হাতে রানার্সআপ ট্রপি ও ২০ হাজার টাকার প্রাইজবন্ড তুলে দেন।