প্রেস বিজ্ঞপ্তি : গ্রেটার সিলেট ডেপলামেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে (জেএসসি) নর্থ ওয়েস্ট আঞ্চলিক শাখার সেক্রেটারী এডভোকেট মীর গোলাম মোস্তফাকে জেএসসি হবিগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে গত বুধবার রাতে গ্রেটার সিলেট ডেপলামেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে হবিগঞ্জ জেলা শাখার এক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার সন্ধা ৭টায় শহরের স্কাই কুইন চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি শহীদ উদ্দিন চৌধুরীর মীর গোলাম মোস্তফাকে সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএসসি ইউকে নর্থ ওয়েস্ট আঞ্চলিক শাখার সেক্রেটারী এডভোকেট মীর গোলাম মোস্তফা। সভায় বক্তরা বলেন, ইংল্যান্ডে বসবাসরত বাংলাদেশীদের প্রধান সংগঠন গ্রেটার সিলেট ডেপলামেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে দুইদেশের মানুষের মধ্যে সেতু বন্ধন তৈরী করে দিয়েছে। এ সংগঠনটির সব কাযক্রম বাংলাদেশকে ঘিরে। বিশেষ করে সিলেট বিভাগের মানুষের পাশে রয়েছে সব সময়েই। সংগঠনটি শিক্ষা ও সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় এ ক্ষেত্রে সিলেট বিভাগের চার জেলায় ব্যাপক পরিবর্তন এসেছে।
সংবর্ধিত ব্যক্তি মীর গোলাম মোস্তফা বলেন, আমরা যাঁরা প্রবাসি বা দেশের বাইরে বসবাস করি, আমরা বাইরে থাকলেও আমাদের সবচিন্তা চেতনা নিজের মাতৃভুমি বাংলাদেশকে ঘিরে। এ দেশ ভালো থাকলে আমরাও ভাল থাকি। প্রবাসীরা সব সময়ই এ দেশকে বর্হিবিশ্বে আদর্শিক জাতি হিসেবে তুলে ধরার চেষ্টা করে। সভায় আরো বক্তব্য রাখেন এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বৃন্দাবন সরকারি কলেজের সহযোগি অধ্যাপক ইলিয়াস বখত চৌধুরী জালাল, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা বেগম, সাংবাদিক হাফিজুর রহমান নিয়ন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, সমাজ সেবক আবদুর রাজ্জাক ও এডভোকেট শামীম আহমেদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেএসসি হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট রুহুল হাসান শরীফ।