আজিজুল হক নাসিরঃ চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা ভেলাবিল ফুটবল মাঠ ও আমু চা বাগান ডান্ডাবেরী নামক স্থানে পৃথক অভিযান চালিয়ে ২০০কেজি ভারতীয় চা পাতা ও ১৮ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি।
বিজিবি৫৫ ব্যাটলিয়নের কমান্ডার ল্যাঃ কর্ণেল এম জাহিদুর রশীদ জানান,
১৯ এপ্রিল সকাল সাড়ে ছয়টায় গোপন সংবাদের ভিত্তিতে একদল বিজিবিকে সঙ্গে নিয়ে উপজেলার আমু চা বাগানের ডান্ডাবেরী নামক স্থানে অভিযান চালান বিজিবি৫৫ ব্যাটলিয়ন চিমটিবিল বিওপির কমান্ডার সুবেদার আঙ্গুর হোসেন।
এ সময় বিজিবির আঁচ পেয়ে ব্যবসায়ীরা পালিয়ে গেলে তারা পরিত্যক্ত অবস্থায় ১৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেন।
একই দিন বিকেল পাঁচটায় একই কায়দায় অভিযান চালিয়ে উপজেলার ভেলাবিল ফুটবল মাঠ নামক স্থানে অভিযান চালান সুবেদার আঙ্গুর হোসেন।
এ সময় তারা পরিত্যক্ত অবস্থায় ভারত থেকে অবৈধ ভাবে আসা ৯টি বস্তায় থাকা ২০০ কেজি চাপাতা উদ্ধার করেন।উদ্ধারকৃত মালের সীজার মূল্য ১ লক্ষ ৪৩ হাজার টাকা।